বোর্দো থেকে এএস রোমায় যাওয়ার অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান ম্যালকমকে যেভাবে ছিনিয়ে নিয়ে গেছে বার্সেলোনা, সেটিকে রীতিমতো ‘অনৈতিক ও অন্যায়’ বলেছেন ইতালিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট জেমস পালোত্তা। তিনি এমনই চটেছেন যে এই ঘটনায় স্প্যানিশ জায়ান্টের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলেও পালোত্তা বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে রাজি নন। দুই শর্তে অবশ্য তিনি বার্সা কর্তৃপক্ষকে ক্ষমা করতে রাজি। তবে পালোত্তা নিজেও জানেন যে এই দুই শর্তের কোনোটিই মানা কাতালান ক্লাবটির পক্ষে সম্ভব নয়।
কী সেই দুই শর্ত? পালোত্তার নিজের মুখ থেকেই শোনা যাক, ‘বার্সেলোনা তাদের কৃতকর্মের ক্ষমা চেয়েছিল অবশ্য। তবে আমি ক্ষমা করিনি। হ্যাঁ, ক্ষমা করতে পারি। তবে সে জন্য আমার দুটি শর্ত আছে। প্রথম শর্ত হলো, খেলোয়াড়টিকে (ম্যালকম) আমাদের ফেরত দেওয়া। যা নিশ্চিতভাবেই ঘটছে না। দ্বিতীয় শর্ত হলো, শুভেচ্ছার নিদর্শন হিসেবে ওরা মেসিকে আমাদের দিয়ে দিতে পারে।’ বার্সার পক্ষে মানা সম্ভব নয়, এমন শর্ত দেওয়া পালোত্তা আইনগত ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন।