কুমিল্লায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সহিদুল ইসলাম সবু (৪৪) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে সদর উপজেলার কাপ্তানবাজার সংলগ্ন গোমতি বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সহিদুল ইসলাম সবু (৪৪) সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একবালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র।
অভিযানে অংশ নেওয়া র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, কুমিল্লার মাদক ব্যবসায়ীদের ২৭ নম্বর তালিকাভুক্ত সবুকে আটকের জন্য কাপ্তানবাজার সংলগ্ন গোমতি নদীর বেরিবাঁধ এলাকায় র্যাব অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর এলোপাতাড়ি গুলি ও ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আত্মরক্ষায় র্যাবও ১০ রাউন্ড শর্টগানের গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী সহিদুল ইসলাম সবু গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সহিদুল ইসলাম সবুকে আটক করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও গাজাঁ উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী সহিদুল ইসলাম সবুর মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।