রাজধানীর মালিবাগের গুলবাগে নিজের কক্ষ থেকে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মালিবাগ শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার মালিহা (১৫) আত্মহত্যা করেছেন বলেই জানিয়েছে স্বজনরা। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলবাগের বকুল ভিলা নামে এক ভবনের ষষ্ঠ তলার বাসার এক কক্ষের দরজা ভেঙে মালিহার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মালিহার মামাতো ভাই রাসেল বলেন, ‘মালিহার স্কুলব্যাগ থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। তাতে এক শিক্ষিকাকে দায়ী করেছে সে।’
স্বজনরা বলছেন, স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মালিহা নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দিয়েছিল। রাতে অনেক ডাকাডাকি করলেও দরজা খুলছিল না। তখন পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো মালিহাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
শাহজাহানপুর থানার এসআই আব্দুল জলিল বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।