আজ বুধবার সকালে পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক লোক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশ ও দুই শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি পোলিং স্টেশনের বাইরে আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে।
পাকিস্তানে স্থানীয় সময় সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম ১০ ঘন্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ২৭২টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।