বিআরটিসির জোয়ারসাহারা ডিপোর বাস চালকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে। এতে বিভিন্ন সরকারি স্টাফ বাসসহ বিভিন্ন রুটের বিআরটিসি বাস চলাচল বন্ধ রয়েছে।
সকাল ৬টায় বিক্ষুব্ধ চালকরা ডিপোর প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে কোনো বাস বের হতে পারছে না বলে জানিয়েছেন ডিপোর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান।
কী কারণে কর্মবিরতি এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক গাড়িচালক বলেন, ১০ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ থাকায় কর্মবিরতি শুরু করেছেন তারা।
কর্মবিরতির কারণে আবদুল্লাহপুর-মতিঝিল, গাবতলী-গাজীপুর, কুড়িল বিশ্বরোড-পাঁচদোনা রুট এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টাফ বাস চলাচল বন্ধ আছে।
এ বিষয়ে ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ‘বেতন-টেতন নিয়ে একটু ঝামেলা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তারা চালকদের সঙ্গে কথা বলছেন। সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আশা করি ঠিক হয়ে যাবে।’