নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে এক আইনজীবীসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১২ জুন) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শহরের নাগড়া এলাকার মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে আইনজীবী রনি বিশ্বাস (৪০), বারহাট্টা রুটের মৃত কিতাব আলীর ছেলে কামাল আহম্মেদ মানিক (৪৫), নাজমুলের ছেলে একান্ত (২০), মৃত রোমালা সরকারের ছেলে রাকেশ সরকার (৩৫), পুকুরিয়া এলাকার মৃত উপেন্দ্র রায়ের ছেলে জীবন (৪২), চকপাড়া এলাকার মৃত দিনগন্ধয়ের ছেলে নয়ন (৩০), সদরের আগুনহাটি গ্রামের মো. আবু ছায়েদ নূরীর ছেলে মো. হালিম শেখ (২৩), আটপাড়া উপজেলার মৃত ধ্বনি সরকারের ছেলে রঞ্জিত সরকার (২৮) ও তেলিগাতি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে লিটন (৩৫)।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান বলেন, গ্রেপ্তারদের প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ২৫৭ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ফের মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।