সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন তার বিশেষজ্ঞ চিকিৎসক দল।
আজ শনিবার বিকাল ৩টায় চার সদস্যের একটি চিকিৎসক দল বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করবেন।
চার সদস্যের চিকিৎসক দলে রয়েছেন, ডা. এস এম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান, ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মামুন আহমেদ।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
Share!