আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠক। কিম যখন সিঙ্গাপুরের উদ্দেশে প্লেনে চড়বেন তখন তাকে কড়া প্রহরা দিয়ে নিয়ে যাবে চীনা বিমানবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান।
উত্তর কোরিয়ার এয়ারফোর্স ওয়ানের সঙ্গে কিমের নিরাপত্তা বলয়ে যোগ দেবে চীনা বিমানবাহিনীর যুদ্ধবিমান।
হংকং-এর একটি সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী ১২ জুন বৈঠকের আগেই কিমের নিরাপত্তা জোরদারে উত্তর কোরিয়ায় তাদের বিমানবাহিনীর একটি বিমান পাঠাবে চীন৷ বেইজিং ও পিয়ংইয়ং-এর মধ্যে যে মজবুত সম্পর্ক রয়েছে এ বিষয়ে ওয়াশিংটন ও সিউলকে বার্তা দেওয়াও চীনের এ পদক্ষেপের উদ্দেশ্য।
এদিকে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ ওয়াশিংটনের জন্য ভীষণ অস্বস্তিকর৷
উত্তর কোরিয়া থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে সিঙ্গাপুরের অবস্থান। এই পথ পরিভ্রমণে কিম জং উনের নিরাপত্তা নিয়ে চিন্তায় ছিল উত্তর কোরিয়া৷ চীনা বিমানবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান কিমের সফর সঙ্গী হওয়ায় সেই চিন্তা অনেকটাই লাঘব হচ্ছে দেশটির।