আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের খাদ খুঁড়েছে। তারা এখন সে খাদের কিনারায় পড়ে রয়েছে। তবে আগামী নির্বাচনে তাদের নোংরামির জবাব দেবে দেশের জনগণ। নির্বাচনে তারা পরাজয়ের গভীর খাদে পতিত হবে।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বিএনপির মাদক সম্রাটদেরও খোঁজা হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ার’ দেওয়া হয়েছে। একরামুল কাদের লোক? তবে বিএনপির মধ্যেও মাদক সম্রাট রয়েছে। কে রাঘববোয়াল, কে চুনোপুঁটি খোঁজা হচ্ছে।
তিনি আরো বলেন, তরুণ সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যেতে হবে ও মাদকের বিরুদ্ধে লড়াই চলবে।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ঢাবির উপ উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।