সিরাজগঞ্জের সায়দাবাদে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৯ যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সায়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যানের চালক আরিফের পরিচয় জানা গেলেও বাকী নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার এসআই মোকারম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ মারা যান তিন বাসযাত্রী। আহত হন অন্তত ১৯ জন। এদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাভার্ড ভ্যানের চালক। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।