পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মিরের নিলম ভ্যালিতে সেতু ভেঙে অন্তত ছয় জন ডুবে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ছয় জন নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুপার মির্জা জাহিদ হুসেইন জানিয়েছেন, ভেঙে পড়ার সময় সেতুটিতে অন্তত ২০ থেকে ২৫ জন পর্যটক ছিলেন। প্রবল স্রোতের টানে সঙ্গে সঙ্গেই ভেসে যান অনেকে। এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, অপর এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, একদল শিক্ষার্থী আজাদ কাশ্মিরের প্রধান শহর মুজাফ্ফরাবাদ থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পূর্বের কুন্দল শাহি শহরের কাছে পিকনিক করতে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে।