চীনের প্রভাব থেকে মুক্ত হয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে বেশ জোর দিচ্ছে ভারতের মোদি সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের সফরে শুক্রবার নেপাল পৌঁছেছেন।
নয়াদিল্লী ও তাদের প্রতিবেশী ছোট এ দেশের মধ্যে টানাপোড়নের সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর লক্ষ্যে তিনি এ সফরে গেলেন। ভারতীয় মিডিয়া জানাচ্ছে, এ কারণেই মূলত নেপাল সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
নেপালের দক্ষিণাঞ্চলীয় জনাকপুর নগরীতে মোদি অবতরণ করেন। সেখানে বিখ্যাত একটি হিন্দু মন্দিরে তিনি প্রার্থনা করবেন।
সেখান থেকে মোদি কাঠমান্ডুতে যাবেন এবং সেখানে তিনি নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলির সঙ্গে ভারতের আর্থিক সহযোগিতায় গড়ে তোলা একটি জলবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।
উল্লেখ্য, নেপালের ব্যাপারে ভারতের ধারাবাহিক ইতিবাচক মনোভাবের ক্ষেত্রে এ সফর হচ্ছে সর্বশেষ।
আর এ সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নেপালের ওপর চীনের প্রভাব বাড়ছে।