ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পোস্তাগোলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বরিশাল রুটে চলাচলকারী গ্রিনলাইন সদরঘাট ছেড়ে যাচ্ছিল। অন্যদিকে চাঁদপুর থেকে সাব্বির-২ সদরঘাটে আসছিল। সকাল সোয়া ৮টার দিকে লঞ্চ দুটি সদরঘাটের কাছাকাছি আসতেই পাশাপাশি সাইটে সংঘর্ষ হয়। এতে গ্রিনলাইনের গ্লাস ভেঙে গেছে।
তিনি জানান, গ্রিন লাইনের বাঁ অংশের ক্ষতি হয়। এতে এক পুরুষ যাত্রী আহত হন। তাকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।