যশোরের কেশবপুরে গায়ে পেট্রল ঢেলে আগুনে দগ্ধ হওয়া সেই গৃহবধূ ও যুবক মারা গেছে। ওই গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাসহ একই আগুনে পুড়ে আত্মহত্যার চেষ্টার পর চিকিত্সাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে।
গৃহবধূর মৃত্যুর পর তাঁর দুই সন্তান মাকে হারিয়ে হতবাক হয়ে পড়েছে। মায়ের আদর-স্নেহবঞ্চিত শিশুরা ঘুরেফিরে মায়ের কবরের পাশে এসে আহাজারি করে চলেছে। তাদের আহাজারিতে এলাকার অন্য শিশুদেরও চোখে পানি আসছে।
সরেজমিন ভরতভায়না গ্রামে গিয়ে জানা যায়, নিহত গৃহবধূ মিতা খাতুন খুবই সাংসারিক ছিলেন। স্বামী তৌহিদুল ইসলাম ও দুই সন্তান এবং শাশুড়িকে নিয়ে সুখের সংসার ছিল।
Share!