গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন।
আজ দুপুরে মহামান্য রাষ্ট্রপতি ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। পরে ১টা ৫২ মিনিটে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তিন বাহিনীর প্রধান, শেখ হেলালউদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।