ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে যুববন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি, শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, কোটি যুবকের আইকন, যুবলীগ এর প্রাণপুরুষ, কর্মীবান্ধব, পরিশ্রমী সফল সংগঠক ইসমাইল চৌধুরী সম্রাট, কে তার কর্মীদের প্রতি ভালো বাসা এবং কর্মীদের প্রতি দায়িত্ববোধ, বিশেষ করে যুবসমাজের আইকন, যুব সমাজের প্রতি তার যে ভালো বাসা এবং তার প্রতি যুব সমাজের যে টান এটা এখনকার রাজনিতিতে বিরল,
তার বিভিন্ন কর্মকাণ্ড, এবং বক্তৃতার মাঝে ফুটে উঠে তা, এজন্য “যুববন্ধু” উপাধি দেওয়া হয়েছিল তিন বছর পূর্বে, শরীর অসুস্থতার জন্য সিংগাপুর থেকে বাংলাদেশ এ আল্লাহতালার রহমতে সুস্থ ভাবে যখন ফিরে আাসে তখন যুবলীগ কর্মীরা তাদের প্রানের নেতা কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মনের আনন্দে বরন করে নিয়ে আসে ।
তখন মহানগর যুবলীগ এর পক্ষ হতে মহানগর দক্ষিন এর সহ -সভাপতি মুহাম্মদ মাহবুবুর রাহমান পলাশ তার প্রিয় সভাপতি কে ” যুববন্ধু” উপাধি দেন একটি ক্রেস্ট দিয়ে, তারই ধারাবাহিকতায় আজ ২৭ এপ্রিল রবিবার বিকালে কাকরাইলের যুবজাগরন অফিসে, হাজারো কর্মীর উপস্থিতিতে ,
ইসমাইল চৌধুরী সম্রাট কে ” যুববন্ধু ” সম্মাননা সারক চিহ্ন স্বরুপ রুপার একটি নৌকা উপহার দেন । এ বিষয়ে নগর সভাপতি র কাছে তার অনুভূতি জানতে চাওয়া হলে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, কর্মীদের ভালোবাসা ই আমার জীবনি শক্তি, কর্মীদের ভালোবাসার কারনেই আমি বেঁচেআছি । আমি আমার পরিবারের চেয়েও কর্মীদের বেশী ভালবাসি, পলাশ আমাকে যেটা দিয়েছে আমি খুশী কিন্তু আমি ওকে বলেছি – মুহাম্মদ (স:) এর এই উক্তি, আমি বিখ্যাত না বিশ্বস্ত হতে চাই,। বুঝলে পলাশ আমি সফল রাস্ত্র নায়ক ‘শেখ হাসিনার’ বিশ্বস্ত ভ্যানগার্ড হতে চাই