ব্রিটেনের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা বন্ধ হয়ে যাচ্ছে। ফেসবুক তথ্য কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে প্রতিষ্ঠানটি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করে।
সম্প্রতি অভিযোগ উঠেছে, কয়েক কোটি ফেসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে তা ওই নির্বাচনের প্রচারের কৌশল নির্ধারণে কাজে লাগায় কেমব্রিজ অ্যানালিটিকা।
এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য নিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা।