Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ইন্ডিয়ান লিগে সাবিনার গোল উৎসব চলছেই

ইন্ডিয়ান নারী ফুটবল লিগ মাতাচ্ছেন বাংলাদেশের সাবিনা খাতুন। নিয়মিতই তার পায়ে দেখা দিচ্ছে গোল। সেথু এফসির টানা তৃতীয় জয়ের ম্যাচে এবার জোড়া গোল করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ইন্ডিয়া রাস সকার ক্লাবকে ৩-২ গোলে হারায় সেথু এফসি।

ম্যাচের দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়া দলকে ২২তম মিনিটে লক্ষ্যভেদ করে সমতায় ফেরান সাবিনা। ৪৪তম মিনিটে ইন্দুমাথি সেথু এফসিকে এগিয়ে নেওয়ার পর রাস সকারকে পরের মিনিটে সমতায় ফেরান নিশা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা। এ গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তামিলনাড়ুর দলটি।

চলতি লিগে এ নিয়ে চার গোল করলেন সাবিনা। রাইজিং স্টুডেন্ট ও গোকুলাম এফসির বিপক্ষে সেথুর জেতা ম্যাচেও একটি করে গোল করেছিলেন তিনি। বিদেশি কোটায় সিথু এফসিতে জায়গা করে নেওয়া সাবিনার জন্য জায়গা হারাতে হয়েছে টটেনহাম হটস্পারের খেলা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তানভি হ্যানসকে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top