কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে বৈরী আবহাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ফের নৌযান চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এ যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকল ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে সাতটার দিকে ঝড় কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এ বি এস মাহমুদ সাংবাদিকদের জানান, সকাল সাড়ে সাতটা থেকে লঞ্চসহ নৌযান চলাচল শুরু হয়। এর আগে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছিলো সব ধরনের নৌযান চলাচল।