বিমান হামলা বন্ধ না হলে সৌদি আরবে আরও ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে ইরানি কর্মকর্তারা হুতিদের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছেন।
গত রোববার হুতি বিদ্রোহীদের ছোড়া সাতটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে সৌদি আরব। এতে রিয়াদে এক মিসরীয় নাগরিক নিহত ও আরও দুজন আহত হয়েছেন।-খবর আলজাজিরা ও এএফপির।
তেহরানের বিশ্লেষকরা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিকে ক্রমাগত অস্থিতিশীল করে তুলছে।
সৌদি আরব অভিযোগ করে বলেছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানের তৈরি। কাজেই তেহরানকে সঠিক সময় সঠিক জায়গায় পাল্টা আঘাত করা হবে।
ইরান হুতিদের সমর্থন করে, তবে সামরিক বন্ধনের কথা অস্বীকার করেছে।
ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের রাজনৈতিক কর্মকর্তা ইয়াদোল্লাহ জাবানি বলেন, ইয়ামেনে সৌদি আরব যে বিভীষিকা ও নৃশংস অপরাধ করেছে, তা থেকে মনোযোগ অন্যদিকে সরাতে এসব অভিযোগ করছে।
তিনি বলেন, মূল কথা হচ্ছে- ইয়ামেনের নাগরিকরা সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নিজেদের সক্ষমতার ওপর ভিত্তি করেই তারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে।