যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন নগরীতে মঙ্গলবার রাতে ষষ্ঠবারের মতো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে একের পর এক পাঁচটি বিস্ফোরণে দু’জন নিহত হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
জরুরি কর্মকর্তারা বলেন, রাজ্যের রাজধানীর দক্ষিণাঞ্চলে একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা সেখানে যাচ্ছেন।
অস্টিনের স্বাস্থ্য সেবা সংস্থা টুইটারে জানিয়েছে, ‘এই ঘটনায় আহত এক লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি গুরুতর আহত নন বলেই ধারণা করা হচ্ছে। তার বয়স ৩০ এর মতো।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গুডউইল দোকানে এই বিস্ফোরণ ঘটে।
মার্চ মাসের শুরু থেকেই একের পর এক বিস্ফোরণ শুরু হয়েছে। অধিকাংশ বিস্ফোরণই অস্টিনে ঘটেছে।
এই বিস্ফোরণের ঘটনায় প্রায় ১০ লাখ জনসংখ্যা অধ্যুষিত নগরীটিতে দু’জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।