বলিউডের সর্বকালের মহাতারকা অমিতাভ বচ্চন যে খেলাধুলার খবর রাখেন তা অনেকেরেই জানা। বিশেষ করে ক্রিকেটটা তিনি ভীষণ পছন্দ করেন। এর আগেও বাংলাদেশের মুস্তাফিজ-তামিমদের নিয়ে প্রশংসা করেছেন। গতকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ জয়ের পর হাত গুটিয়ে বসে থাকতে পারেননি তিনি। রীতিমত টুইট করে অভিনন্দন জানিয়েছেন টাইগারদের।
ঘটনাবহুল ম্যাচে খেলোয়াড়েরা মাথা গরম করলেন, একে অন্যের সঙ্গে লিপ্ত হলেন বচসায়। আম্পায়ার নো বল দিলেন না।প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ বয়কটের ডাকও দিলেন। শেষ পর্যন্ত মনস্তাত্বিক লড়াইয়ে জিতে গেল বাংলাদেশ। ‘মমিসংগা পোলা’ মাহমুদ উল্লাহ রিয়াদ চোখ ধাঁধানো এক ছক্কা হাঁকিয়ে দলকে পৌঁছে দেন নিদাহাস ট্রফির ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।
ম্যাচের পরপরই টুইটারে অমিতাভ লিখেছেন, ‘ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি কী দুর্দান্তই না হলো! বাংলার অবিশ্বাস্য বিজয়! ম্যাচের শেষ কটি বলে খেলোয়াড়দের আবেগী আচরণ, মাথা গরম ও তর্ক-বিতর্কের পরেও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা খেলেই জিতেছে। ওদের জন্য শ্রদ্ধা!’