সরকার নেপালের কাঠমান্ডুতে সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার ‘শোক দিবস’ ঘোষণা করেছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আজ অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপসনালয়ে দোয়া ও প্রার্থনাসভা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা’র একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫০ জন নিহত হন।
Share!