ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুঁড়ির বাসিন্দা প্রবীর সাহা। স্ত্রী তাকে ঘরে প্রবেশ করতে না দেওয়ায় বাড়ির সামনে অনশনে বসেন তিনি।
জানা গেছে, রবিবার সকালে প্রবীর সাহা তার বাড়ির সামনে অনশনে বসেন। শুধু তাই নয়, স্ত্রীর ছবিসহ নানা অভিযোগ সম্বলিত লেখাও ছিল তার সাথে।
ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী এই দৃশ্য দেখতে ভিড় করেন। এক পর্যায়ে, পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় প্রবীর সাহা অনশন তুলে নেন। এরপর বাড়িতেও প্রবেশ করেন।
এদিকে, স্বামীর অনশনের বিষয়ে স্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় কাউন্সিলর কৃষ্ণবাবু বলেন, ‘এভাবে ‘আমরণ অনশন করব’ বলে রাস্তায় বসে পড়াটা মানা যায় না।
প্রবীর সাহার প্রতিবেশীরা জানান, এ দম্পতির মধ্যে বছর দুয়েক ধরে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল।