মঞ্চে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালো কালি নিক্ষেপ করেন এক ব্যক্তি। আর ওই ছবি ভাইরাল হয়ে পড়েছে।এসময় খাজা আসিফের চেহারার বাম অংশ ও গায়ের সাদা পাঞ্জাবি কালিতে ছেয়ে যায়।
শনিবার শিয়ালকোটে ভাষণ দেওয়ার সময় খাজা আসিফের মুখে বোতল ভর্তি কালো কালি নিক্ষেপ করেন এক ব্যক্তি। মুসলীম লীগের কর্মীরা ওই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
খাজা আসিফ বলেন, ‘ওই ব্যক্তিকে কেউ টাকা দিয়ে আমার ওপর কালি নিক্ষেপের জন্য পাঠিয়েছে। তাকে ছেড়ে দেওয়া হোক। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এতে আমার ওপর রাজনৈতিক কোনো প্রভাবও পড়বে না। হাজারো মানুষের দোয়া রয়েছে আমার সঙ্গে।’
এদিকে,খাজা আসিফের ওপর কালি নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় রাজনৈতিক নেতারা।