কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর দায়ে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক কানাডীয় শিক্ষার্থীকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হতে পারে।
সলোমন শিউইট নামে এক সহপাঠীকে ঘুষি মেরে তাকে কালো বলে গালি দেয়ার অভিযোগে জন গ্রিনউড নামের ওই শিক্ষার্থীকে গেল বছরের সেপ্টেম্বরে আটক করা হয়েছিল।
দ্য কর্নেল ডেইলি সান একটি ভিডিও পোস্ট করলে তাতে দেখা যায়, গ্রিনউড আরেকটি ছাত্রকে বলছে- আসো, মারামারি করবা, কৃষ্ণাঙ্গ।
পরবর্তী সময় তিনি তার এই ঘৃণ্য মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে তাকে নিজ দেশে পাঠিয়ে দেয়া হতে পারে। তার যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে।
তার আইনজীবী রোনাল্ড পি ফিসচেটি বলেন, তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হতে পারে। যেটি খুবই কঠিন শাস্তি হিসেবে বিবেচিত হবে। তিনি হয়তো আর কখনও যুক্তরাষ্ট্রের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন না।
গ্রিনউড প্রথমে ম্যাসাচুসেটসের মর্যাদাপূর্ণ ডিরফিল্ড অ্যাকাডেমিতে পড়ার সুযোগ পান। ২০১৬ সালে মে মাসে তিনি সেখান থেকে স্নাতক শেষ করেন।