Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

২০১৮ সালের অস্কার বিজয়ীদের তালিকা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল।

এক নজরে জেনে নিন এ বছরের অস্কার বিজয়ীদের নাম।

চলচ্চিত্র: দ্য শেপ অব ওয়াটার

অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

পার্শ্ব-অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)

পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

পরিচালক: গিলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)

চিত্রনাট্য (মৌলিক): গেট আউট

চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কল মি বাই ইউর নেম

বিদেশি ভাষার চলচ্চিত্র: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান

অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ডিয়ার বাস্কেটবল

প্রামাণ্যচিত্র: ইকারাস

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫

চিত্রগ্রহণ: ব্লেড রানার ২০৪৯

রূপ ও চুলসজ্জা: ডার্কেস্ট আওয়ার

মৌলিক সুর: দ্য শেপ অব ওয়াটার

মৌলিক গান: রিমেম্বার মি

সম্পাদনা: ডানকার্ক

শিল্প নির্দেশনা: দ্য শেপ অব ওয়াটার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য সাইলেন্ট চাইল্ড

শব্দ সম্পাদনা: ডানকার্ক

শব্দমিশ্রণ: ডানকার্ক

ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯

পোশাক পরিকল্পনা: ফ্যান্টম থ্রেড

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top