রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক সাইফুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সাইফুলের স্বজনরা জানান, যাত্রাবাড়ীর রসুরপুর ১ নম্বর গেট এলাকার একটি বাড়ির চার তলায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন সাইফুল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
সাইফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।