এবার চীনের শীর্ষ ধনী হলেন মা হুয়াতেং। তিনি টেনসেন্ট নামে একটি প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম, চ্যাট অ্যাপ ও ভিডিও গেমসের ব্যবসা করে।
সম্প্রতি বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করেছে চীনভিত্তিক ম্যাগাজিন হুরান রিপোর্ট। এতে চীনের শীর্ষ ধনী হয়েছেন মা হুয়াতেং।
মা হুয়াতেং নামে এ ধনকুবেরের সম্পদের পরিমাণ ৪৭ বিলিয়ন ডলার।
তার টেনসেন্ট নামে প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। তার সম্পদের তালিকায় এ কোম্পানির অবদানই সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানটি গত বছর ১০০% বৃদ্ধি পেয়েছে।
টেনসেন্টের বাজারমূল্য ৫৬০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এমনকি এ প্রতিষ্ঠানের ‘মার্কেট ভ্যালু’ ফেসবুকের চেয়েও বেশি বলে জানিয়েছে সিএনএন।
সম্পদের দিক দিয়ে অবশ্য ফেসবুক সিইও মার্ক জাকারবার্গের তুলনায় পিছিয়ে রয়েছেন মা হুয়াতেং।
বিশ্বের শীর্ষ ধনী বর্তমানে জেফ বেজোস। তার পর রয়েছেন বিল গেটস ও ওয়ারেন বাফেট। এ তালিকায় বিশ্বের ১৫ তম ধনী হয়েছেন মা হুয়াতেং।