ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকালের মত আজও তীব্র যানজট দেখা দিয়েছে। এই মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার জুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। ভোরের দিকে যানবাহন থেকে থাকলেও সকাল ৮টার দিকে ধীর গতিতে চলাচল শুরু হয়। যানজটে আটকা পড়ে ট্রাক ও যাত্রীবাহী বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ মঙ্গলবার ভোরে নাদাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে দুই লেনে চলমান সংস্কার কাজ, দাউদকান্দি টোলপ্লাজা ও মেঘনা সেতু টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতিই যানজট সৃষ্টির মূল কারণ। এ ছাড়া ভবেরচর, গজারিয়া সড়কে প্রতিদিনই যানজট লেগে থাকে। মহাসড়কের এ অংশে কোনো না কোনো ট্রাক বা লরি উল্টে রাস্তার পাশে পড়ে যানজটের সৃষ্টি হয়। অনেক সময় দুর্বল ট্রাফিক সিস্টেমের ফলে এ যানজট লেগে থাকে। এর প্রভাব পড়ে পুরো মহাসড়কজুড়ে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের এএসআই কামরুল হাসান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে দুই লেনের সংস্কার কাজ করায় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে এই যানজটের সৃষ্টি। ধীরে ধীরে এর দৈর্ঘ্য ৪০ কিলোমিটারে পৌঁছে। তবে পুলিশ বসে নেই। তারা যানজট কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।