রাজধানীর ওয়ারীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মো. রমজান (২৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডের উত্তরা ব্যাংকের পাশে পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
মো. রমজান ডেমরার বটতলা এলাকায় থাকেন। তিনি পেশায় অটোরিকশাচালক।
উদ্ধারকারী ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে টিপু সুলতান রোডে পানির পাম্পের সামনে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে দেখা যায়, ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে এক যুবক দগ্ধ হয়ে পড়ে রয়েছেন।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক।
তবে ওই ট্রান্সফরমারের কাছে তিনি কেন গিয়েছিলেন? বিষয়টি জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।