প্রায় একবছর পর নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন শিল্পী নির্ঝর চৌধুরী। তার নতুন গান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরানও যাহা চায়।’
জনপ্রিয় এই রবীন্দ্র সঙ্গীতটি নির্ঝরের কণ্ঠে প্রকাশিত হবে ভালোবাসা দিবসের রাতে। প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলি’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হবে।
গানের সংগীতায়োজনে আরেফিন খন্দকার নিপুণ। ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান। লুশা মির্জা গানের প্রযোজনা করেছেন।
Share!