আজও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। রোববার সকাল ১০টায় শুরু হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেন অনেক অভিভাবক।
পরীক্ষার পর দেখা যায়, অন্যান্য দিনের মতো আজও মূল প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল রয়েছে। এমনকি ফাঁস হওয়া ২৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানও শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বছর এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার সবগুলো প্রশ্নপত্রই ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে।
Share!