জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা।
আজ শনিবার সন্ধ্যা ৭ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, সন্ধ্যায় বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টাগণ এক বৈঠকে বসবেন।
বৈঠকে দলের মহাসচিব, যুগ্ম-মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রবিবার রাতে সর্বশেষ স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেন খালেদা জিয়া।