ফরিদপুরে সদর ও ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ধুলদী এলাকা ও ভাঙ্গার মালগ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি নাজিম উদ্দিন আহমেদ জানান, বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ধুলদী এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকসহ তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ইজাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ইটবোঝাই ট্রাকটি মাওয়া থেকে ভাঙা যাচ্ছিল। পথে মালগ্রাম এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও দুই শ্রমিকের মৃত্যু হয়।