সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে কক্সবাজার পৌঁছে সদর হাসপাতাল পরিদর্শন করছেন।মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
এদিকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সকাল ৯টায় সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও সকাল ১০টার পর বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার কারণে কক্সবাজার পৌঁছতে সময় লেগে যায় ১১টা ১৫ মিনিট।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে কক্সবাজার পৌঁছে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন শুরু করেছেন।
এর পর মিয়ানমার থেকে গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের অবস্থা দেখার জন্য কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।
সূত্র জানায়, দিনের সফর শেষে সুইস প্রেসিডেন্ট বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
এদিকে সুইস প্রেসিডেন্টের কক্সবাজার সফর নিয়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।