ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
সোমবার ভোর থেকে ঘন কুয়াশা আর চার লেন প্রকল্পের কাজ চলায় মহাসড়কে গাড়িগুলো চলছে ধীরগতিতে। এতে যানজটের সৃষ্টি হয় বলে জানান এলেঙ্গা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর একরাম হোসেন।
তিনি বলেন, সকাল থেকে গাড়ির চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে মহাসড়কের এলেঙ্গায় রাস্তায় মাটি খুঁড়ে কাজ করায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না। হাইওয়ে পুলিশ যানজট নিরসনের জন্য কাজ করছে। আশ করি দুপুরের মধ্যে যানজটের সমস্যা সমাধান হবে।