জাতীয় নির্বাহী কমিটির বর্ধিতসভার পর দিনই স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন ঘোষণার পর গত ২৭ জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসন জরুরিভাবে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এরপর জোটের শরিক নেতাদের সঙ্গেও বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী। সবশেষ গতকাল শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার সিলেটে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তার।
তার আগে আজ রাতে জরুরি ভিত্তিতে স্থায়ী কমিটির এ সভা বসতে যাচ্ছে।