ইয়েমেনে সৌদি জোটের হামলায় গত গ্রীষ্ম থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অন্তত ৬৮ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার কাছ থেকে গোপন এ তথ্যটি নিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন প্রতিবেদক।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টম্বর পর্যন্ত ৬৮ জন শিশুকে হত্যা করা হয়েছে এবং আরো ৩৬ জন আহত হয়েছে সৌদি জোটের হামলায়।
প্রতিদিন গড়ে অন্তত ২০টি অভিযান চালায় সৌদি জোট। সেই অভিযানে বিদ্যালয় এবং ঘরবাড়িই বেশিরভাগ সময় টার্গেট করা হয়ে থাকে।
Share!