জাপানের শীর্ষস্থানীয় মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান কয়েনচেক জানিয়েছে, তাদের ইন্টারনেট নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে ৫৩৪ মিলিয়ন ডলার সমপরিমাণের ‘এনইএম’ ভার্চুয়াল মুদ্রা চুরি করা হয়েছে। এনইএম কিছুটা অপরিচিত ভার্চুয়াল মুদ্রা। বিশ্বের ক্রিপ্টো-কারেন্সির সবচেয়ে বড় চুরির ঘটনা এটি (প্রচলিত মুদ্রা নয় নয়- ক্রিপ্টো-কারেন্সি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ঘটনার পর তারা তাদের নেটওয়ার্কে বিটকয়েন ছাড়া সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি সঞ্চয় ও উত্তোলন বন্ধ করে দেয়। কয়েনচেকের ... Read More »