বিশ্বের ব্যস্ত শহরগুলোতে সাধারণ দৃশ্যট্র্যাফিক জ্যাম। এতে হরহামেশাই আটকা পড়েন সাধারণ জনগণ থেকে নামিদামি তারকারা। ব্যতিক্রম নন বলিউড কিং শাহরুখ খানও। প্রায়ই তাকে জ্যামে পড়তে হয়। তবে জ্যামে পড়ে মুখ ভার করে বসে থাকেন না তিনি।
জ্যামে পড়ার সেলফি পোস্ট করে এক টুইটবার্তায় কিং খান লিখেছেন- ‘যখন জ্যামে পড়ে বসে থাকি, তখন আমি ফটো এডিটর হয়ে যাই।’
মঙ্গলবার জ্যামে পড়ে এর অনুভূতি শেয়ার করে বলিউড বাদশাহ লেখেন- ‘জ্যাম আপনাকে একজন দক্ষ ফটো এডিটর করে গড়ে তুলবে, যেমনটি হয়েছি আমি।’
শাহরুখ যে মোবাইলে ফটো এডিটিংয়ে দক্ষ হয়ে উঠেছেন সাম্প্রতিক সময়ে তার শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায়।
কিং খান এখন ব্যস্ত তার আসন্ন ছবি ‘জিরো’ নিয়ে। এ ছবিতে তাকে একজন বামনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এরই মধ্যে ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে। এটি তৈরি হচ্ছে ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’–এর ব্যানারে। এতে তার সঙ্গে দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে।
চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা।