রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৮৮ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে। গত মঙ্গলবার এতো কম তাপমাত্রায় ছিলেন ওই এলাকার ১০ লাখ মানুষ।
মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ছেলেমেয়েরা স্কুলে গেছে। কিন্তু মঙ্গলবার থেকে দেশটির পুলিশের নির্দেশে বাড়ির ভিতরেই অবস্থান করছে ছাত্ররা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ছেলেমেয়েদের বাড়ির মধ্যেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালে মাইনাস ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটনের নিউ হ্যাম্পশায়ারে মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বর্তমানে ইয়াকুতিয়াতে তাপমাত্রা কমে যাওয়ার ফলে জেনারেটর ব্যবহার করে ঘরের মধ্যে তাপমাত্রা বাড়ানো হচ্ছে। কিছু গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বাইরে বের হওয়া কয়েকজন নারীর চোখের পাতায়ও বরফ জমে গেছে। চোখের পাতায় বরফ জমে যাওয়া একটি ছবি প্রকাশ করেছে সিবিএস নিউজ।
সেখানে বলা হয়েছে, মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই নারীরা ছবিটি তুলেছেন।