সম্প্রতি সিরিয়ার আসাদবিরোধী যুদ্ধরত দলগুলোকে নিয়ে নতুন বাহিনী গঠনে মার্কিন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট রুহানি তেহরান সফররত সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা ইউসেফ সাব্বাগের সঙ্গে সাক্ষাতে মার্কিন পরিকল্পনার তীব্র নিন্দা জানান।
রুহানি বলেন, সিরিয়ায় সেনা মোতায়েনের মার্কিন পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
রুহানি সিরিয়ার জনগণকে সন্ত্রাসবাদ দমন ও বিদেশি এসব হস্তক্ষেপ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন মদদে গড়ে ওঠা উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএসের পতনের পর এবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, সিরিয়ার কুর্দিগোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে একটি নতুন বাহিনী গঠন করবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স নামে এ বাহিনীর নেতৃত্বে থাকবে আসাদ সরকারবিরোধী কুর্দিরা। আর এতে সহায়তা করবে মার্কিন সেনারা।
মার্কিন এ বাহিনী গঠনের বিরুদ্ধে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া, তুরস্ক ও সিরিয়া। এবার সে তালিকায় যুক্ত হলো ইরানও।