ভারত-ভিত্তিক বাজারে ছাড়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি অন৭ প্রাইম। গ্যালাক্সি সিরিজের এই বাজেট ফোনটি প্রযুক্তিপ্রেমীদের আশা মেটাবে বলে ধারণা করা হচ্ছে। আপাতত ভারতের বাজারের এর দাম ১৫ হাজার রুপির নিচেই থাকবে বলা জানা গেছে।
গ্যালাক্সি অন৭ প্রাইমের আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। অক্টাকোর এক্সিনস ৭৮৭০ প্রসেসরে গতি জোগাবে ৩ জিবি ও ৪ জিবি র্যাম। অর্থাৎ, দুটো সংস্করণ আসছে। পেছনে ও সামনে ১৩ মেগাপিক্সেল এবং এফ/১.৯ অ্যাপারচারের ক্যামেরা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ। দুই সংস্করণে অভ্যন্তরে ৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
হার্ডওয়্যার হোম বাটন নিয়ে আসছে এই ফোন। ডিসপ্লে প্যানেলের নিচেই তার অবস্থান। তবে বাজারভেদে এ ফোনের ভিন্ন একটি সংস্করণও রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাজারে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার অপশন দেখা গেছে। আর আমাজনের ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার কথা বলা হয়েছে।