নড়াইলের ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা প্রভাষ রায় হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ নয়জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি নড়াইল সদরের মীরপাড়া বাজারে ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় প্রভাষকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় প্রভাষ রায়ের স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরো ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। ওই বছরের ২২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ভবতোষ রায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. এনামুল হক।