২০১৭ সালের নভেম্বর থেকে গত শনিবার পর্যন্ত ২৪ লাখের বেশি ওমরাহ পালনকারী জেদ্দা বিমানবন্দর ব্যবহার করেছেন। জেদ্দার বাদশাহ আবদুল আজিজ অান্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আবদুল্লাহ আল-রিমি এ কথা জানান।
চলতি বছরের জুলাই পর্যন্ত ওমরাহ পালন চলবে। সেই হিসেবে ওমরাহ পালনকারীর সংখ্যা আরো বেড়ে যাবে।
আবদুল্লাহ আল-রিমি জানান, তবে বেশিরভাগ ওমরাহপালনকারী বিমানবন্দর দিয়ে এসেছেন এবং কম সংখ্যক ওমরাহ পালন শেষে ফিরে গেছেন। এক দশমিক ২৩ মিলিয়ন ওমরাহ পালনকারী জেদ্দা বিমানবন্দর দিয়ে গেলেও একই পথে ফিরেছেন এক দশমিক ২১ মিলিয়ন ওমরাহ পালনকারী।
তিনি আরো জানান, চলতি বছর গত দু’মাসেই ওমরাহ পালনকারীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। আগামী কয়েক মাসে আরো বহু মানুষ ওমরাহ পালন করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রমযান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা বহু গুণে বেড়ে যাবে।
তার ধারণা, জেদ্দা বিমানবন্দর দিয়ে এক কোটির বেশি ওমরাহ পালনকারী চলতি মৌসুমে যাতায়াত করবেন।