অবশেষে সেই সময়টি এসেই গেল। সাবেক টাইগার কোচ চন্দিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হিসেবে এবার মুখোমুখি হলেন বাংলাদেশি মিডিয়ার। সাড়ে তিন বছরের দায়িত্ব হুট করেই ছেড়ে দিয়ে অনেকেরই বিরাগভাজন হয়েছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নবান নিজস্ব স্টাইলেই সামলালেন হাথুরু। বললেন, এখনও বাংলাদেশের ভালো চান তিনি।
সাড়ে তিন বছরের স্মৃতিবিজরিত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে পূর্বপরিচিত সবার সঙ্গে কুশল বিনিময় করলেন হাথুরু। তারপর শুরু হল কঠোর অনুশীলন। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই হাথুরুর কাছে। গণমাধ্যমকর্মীরা প্রতীক্ষায় আছেন, কখন হাথুরুকে পাওয়া যাবে। অবশেষে এল সেই মুহূর্ত। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, পেশাদারিত্বের বাইরে তার কি কোনো আবেগ নেই বাংলাদেশকে ঘিরে?
একটুও বিব্রত না হয়ে নিজস্ব স্টাইলেই হাথুরু বললেন, ‘সাড়ে তিন বছর এখানে ছিলাম। আপনারা জানেন আমি খুব আবেগী মানুষ নই। আবেগ আমাকে ছুঁতে পারে না। তবে আমি এখনও চাই বাংলাদেশ ভালো করুক। শুভকামনা থাকবে ক্রিকেটারদের প্রতি। আমি তাদের নিয়ে নিবিড়ভাবে কাজ করেছি এবং তাদের খুব ভালো করেই জানি। একইসঙ্গে চাই শ্রীলঙ্কা ভালো করুক। কারণ, আমি এখন শ্রীলঙ্কার কোচ। আর এটাই আমার চাকরি।’
তবে নিজ দেশের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশ সফরে এসে রোমাঞ্চিত হয়েছেন হাথুরু। তার এই অনুভূতি অবশ্য গোপন না করেই বললেন, ‘আমি খুব রোমাঞ্চিত বাংলাদেশে ফিরে। আমি এই সিরিজটা আমি চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমি রোমাঞ্চিত দারুণ প্রতিভাবানদের নিয়ে গড়া টিমের সঙ্গে কাজ করতে পেরে। আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। অনেক উন্নতিও করেছি।’