Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রথম ম্যাচেই আফগানদের দারুণ জয়

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ জয় পেলো আফগানিস্তান। গ্রুপ-ডি’তে প্রতিপক্ষ পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে আফগান যুবারা।

নিউজিল্যান্ডে বাংলাদেশ সময় ভোর রাতে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। কিন্তু শুরুতে উইকেট হারায় তারা। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ জাইদ আলম ফিরেন শূন্য হাতে। দুই ওভার পর ফিরেন আম্মাদ আলম।

এই দুরবস্থা কাটিয়ে উঠতে ধীর-সুস্থে ব্যাট চালান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রোহলে নাজির। তার ধীরতায় দুর্যোগ কাটিয়ে উঠে পাকিস্তান। ১১৪ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে কায়েস আহমেদের বলে বিদায় নেন তিনি।

এরপর দলের অবস্থা আরো খারাপ হয়। কেউ আর বেশি সময় ক্রিজে টিকতে পারেন না। ফলাফল ৪৭.৩ ওভারে অলআউট পাকিস্তান। সংগ্রহ ১৯৪ রান।

সর্বোচ্চ তিনটি করে উইকেট পান আজমাতুল্লাহ ওমারজাই ও কায়েস আহমেদ।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আফগানিস্তান। জয়ের নায়ক ছিলেন দারুস রাসুলি। ১২৭ বলে তার ৭৬ রানের ইনিংস জয় সহজ করে দেয় আফগানিস্তানের। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৪৬ রান করেন ইকরাম আলি খিল।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান হাসান খান।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top