ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটা থেকে শতাধিক যাত্রী নিয়ে মাঝপদ্মায় আটকা পড়েছে চারটি ফেরি। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সকালে সাংবাদিকদের জানান, গতকাল মাঝরাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ফেরির ওপর থেকে নিচে পানি পর্যন্ত দেখা যাচ্ছিল না।
Share!