গোপালগঞ্জে ঘন কুয়াশায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। রোববার মধ্যরাতে সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত বাস চালক শেখ শাহিন (৪৮) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিরের ছেলে। অন্যজন হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আব্দুস সোবাহানের স্ত্রী মালা বেগম (৩৫)।
সদর থানার এসআই শওকত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক তারবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দু’জন মারা যান। আহত হন আরো ১০ জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।